ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১

সাত ব্যাংকের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত সাত ব্যাংকের ‘সিনিয়র অফিসার (সিভিল প্রকৌশলী)’ পদের এমসিকিউ পরীক্ষার সূচি ও পরীক্ষার কেন্দ্র প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের প্রবেশপত্র ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

আগামী ১১ অক্টোবর প্রার্থীদের ১ ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর টিকাটুলির সেন্ট্রাল উইমেন্স কলেজে এই পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার হলে মুঠোফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস এবং প্রবেশপত্রের একাধিক কপি বা কোনো অতিরিক্ত কাগজ নেওয়া যাবে না।

মাস্ক ছাড়া কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরকে//