ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কবে শপথ নেবেন মমতা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১ এএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার | আপডেট: ১১:৪৫ এএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার

ভবানীপুর বিধানসভা আসনের ফলপ্রকাশ হয়েছে রবিবার। বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নন্দীগ্রাম আসনে পরাজিত হয়েছিলেন তিনি। এবারের জয়ের ফলে তাঁর মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত হয়েছে। ফলে ফের শপথ নেবেন দিদি। সোমবার তাঁর শপথগ্রহণ কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শপথের দিন স্থির করতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে কথা বলতে পারেন মমতা। এ বিষয়ে আলোচনা করতে সোমবার তাঁর রাজভবনে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এর পরেই জানা যাবে- কবে শপথ নেবেন মমতা।

‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় কলকাতা হাই কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ জোড়া তদন্তের রায় দিয়েছিল। এক দিকে, সিবিআই। অন্যদিকে, বিশেষ তদন্তকারী দল (সিট)। এখনও পর্যন্ত দুই-ই তদন্ত চলছে। ওই গতিপ্রকৃতি নিয়ে ডিভিশন গঠনের কথা তখন জানিয়েছিল আদালত। সেই মতো ডিভিশন বেঞ্চ গঠিত হয়। হাইকোর্ট সূত্রে খবর, বাংলায় ভোট পরবর্তী অশান্তির ঘটনায় পরবর্তী শুনানির জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। ওই বেঞ্চই প্রাথমিক ভাবে তদন্ত রিপোর্ট দেখতে পারে। তবে বেঞ্চ গঠিত হলেও শুনানি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কারণ, হাই কোর্টের বৃহত্তর বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এখন শীর্ষ আদালতে ওই মামলাটির শুনানি চলছে। ফলে সোমবার হাই কোর্ট কোনও পদক্ষেপ করে কি না, সে দিকেও নজর থাকবে সবার।

এ ছাড়া সোমবার নজরে থাকবে বিধানসভা, আবহাওয়া ও আইপিএল সংক্রান্ত খবরের দিকে। স্পিকারের ডাকে বিধানসভায় সোমবার হাজিরা দেওয়ার কথা সিবিআই ও ইডি আধিকারিকদের। তবে ওই দুই কেন্দ্রীয় সংস্থা সোমবার বিধানসভায় যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। এদিকে সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলোতেও। অপরদিকে, আইপিএল-এ খেলা রয়েছে দিল্লি ও চেন্নাইয়ের। প্রধান দুই প্রতিপক্ষের মধ্যে কী হয় তাও দেখার বিষয়।
সূত্র : আনন্দবাজার
এসএ/