ভারতীয় খেলোয়াড়দের সমালোচনায় দেশটির গণমাধ্যম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৬ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার | আপডেট: ০৮:১৯ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
ড্র করে মাঠ ছাড়ছেন ঘামে ভেজা সুনীল ছেত্রীরা
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতের সঙ্গে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ দল। সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দশ জনের দল নিয়েও সুনীল ছেত্রীর দলকে ১-১ গোলে রুখে দিয়েছে জামাল ভুঁইয়ার দল।
আর এতেই মূলত তেতে উঠেছে ভারতীয় গণমাধ্যম। ভারত জয় বঞ্চিত হওয়ায় নাখোশ দেশটির প্রচারমাধ্যমগুলো। যেমন, হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, ‘নড়বড়ে রক্ষণ, ১০ জনের বাংলাদেশের সঙ্গেও ড্র করল ভারত!’
শুরুতেই অবশ্য জামালদের প্রশংসা করে গণমাধ্যমটি লিখেছে, ‘সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের এটাই প্রথম ম্যাচ ছিল। বাংলাদেশ এর আগে একটি ম্যাচ খেলেছে। তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে। আর সোমবার দশ জনে খেলেও আটকে দিলে ভারতকে। খাতা-কলমে হয়তো ম্যাচটি ড্র হয়েছে। তবে নৈতিক জয় পেয়েছে জামাল ভুঁইয়ারাই।’
সুনীলদের ঘামে ভেজা শরীরের ছবি দিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘ফিফা র্যাঙ্কিং তালিকায় ভারতের অবস্থান ১০৭ নম্বরে। নিজেদের থেকে ৮২ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের (১৮৯) সঙ্গে লড়াই করতে নেমে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে ভারত। সুনীল ছেত্রীরা এ দিন যে খেলাটা খেললেন, তাতে বিরক্ত ভারতীয় ফুটবল মহল। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ দেখার পরে ভারতের বহু বিশেষজ্ঞই ইগর স্টিমাচকে এখনই কোচের পদ থেকে সরানোর দাবি তুলেছেন।’
পত্রিকাটি আর লিখেছে, ‘এ দিন ভারতের রক্ষণের পারফরম্যান্স ছিল জঘন্য। সেভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। আর আক্রমণ ভাগ! সুনীলের গোলটি ছাড়া সেভাবে উল্লেখযোগ্য কিছু নেই। গোটা ম্যাচে বাংলাদেশই লড়াই করে গিয়েছে। ভারত ১-০ এগিয়ে যাওয়ার পরও গোলশোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ। এমনকী দশ জন হয়ে যাওয়ার পরেও তারা লড়াই থামননি। বরং তেতে গিয়ে আক্রমণের ঝড় বইয়ে দেয়। যার ফল তারা হাতেনাতে পায়। ১-১ ম্যাচ ড্র করে লিগ তালিকায় একে জায়গা করে নিল বাংলাদেশষ তিনে রয়েছেন সুনীলের ভারত।’
এনএস//