পল্লবীর নিখোঁজ তিন কলেজ ছাত্রী উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার
রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন শিক্ষার্থীকে আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করেছে র্যাব। র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহপুর থেকে মিরপুর যাওয়ার ভেড়িবাঁধে আজ ( ৬ অক্টোবর) সকালে তাদের উদ্ধার করা হয়। তিন জনকে র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিল বলে জানিয়েছে। তাদের তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক।
এর আগে নিখোঁজদের পরিবার অভিযোগ করে, কলেজ পড়ুয়া তিন বান্ধবী বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছেন।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে পাচ্ছিলেন না। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিখোঁজের পর তাদের পরিবার দাবি করে, বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে একজন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, অন্য একজন পল্লবী ডিগ্রি কলেজ ও সর্বশেষজন কানিজ দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় এক ছাত্রীর মা শুক্রবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আরকে//