আইসিসির সেরা হওয়ার দৌড়ে বাংলাদেশের নাসুম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১১ এএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৩ এএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
স্পিনার নাসুম আহমেদ
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেপ্টেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। নাসুমের সাথে আরও মনোনয়ন পেয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দ্বিপ লামিচান ও যুক্তরাষ্ট্রের ব্যাটার জাসকারান মালহোত্রা।
গেল মাসে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন নাসুম। সিরিজের চতুর্থ ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি গড়েন তিনি। সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠে নাসুমের।
এদিকে, গত মাসে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ-২ এ অসাধারণ বোলিং নৈপূণ্য প্রদর্শন করেছেন নেপালের লামিচান। ৬ ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। তারই স্বীকৃতি হিসেবে আইসিসির সেপ্টেম্বরের সেরা দৌঁড়ে আছেন এই লেগ স্পিনার।
একই টুর্নামেন্টে ৬ ম্যাচে ২৬১ রান করেন যুক্তরাষ্ট্রে বংশোদ্ভূত মালহোত্রা। আসরে পাপুয়া নিউগিনির বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ডও গড়েন তিনি। ওয়ানডেতে দ্বিতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন। এক ওভারে ছয় ছক্কার ইনিংসে অপরাজিত ১৭৩ রান করেন মালহোত্রা। তার ইনিংসে ৪টি চার ও ১৬টি ছক্কা ছিলো। এই অসাধারণ ইনিংসের সুবাদেই সেপ্টেম্বরের সেরার তালিকায় মনোনয়ন পেলেন এই মারকুটে ব্যাটার।
অন্যদিকে, নারী ক্রিকেটে সেপ্টেম্বর মাসের সেরার লড়াইয়ে আছেন ইংল্যান্ডের হিথার নাইট ও চার্লি ডিন এবং দক্ষিণ আফ্রিকার লিজেল লি।
এএইচ/