ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ময়শ্চারাইজার ছাড়াই আর্দ্র থাকবে ত্বক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ত্বকের সুরক্ষায় প্রতিদিন ময়শ্চারাইজার লাগানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই কাজটি না করলে  কম বয়সেই আপনার ত্বকে পড়তে পারে বলিরেখা। এ সব কথা তো সবাই জানে। কিন্তু বাজারের ময়শ্চারাইজার ছাড়াই যদি আপনার ত্বক হয় মোলায়েম, তাহলে কেমন হয়?
 
বাজারের ময়শ্চারাইজারে ভরসা না পেলে প্রাকৃতিক উপায়েই ত্বকের আর্দ্রতা বাড়াতে পারেন সহজেই। এতে কম কাজ হবে না, বরং কেনা ময়শ্চারাইজারের চেয়ে বেশিই হবে। 

কী দিয়ে বানাবেন প্রাকৃতিক ময়শ্চারাইজার?

ময়শ্চারাইজার হিসাবে দুধ খুব ভালো কাজ করে। একটি পরিষ্কার কাপড় দুধে ভিজিয়ে নিন, এরপর ত্বকের উপর দিয়ে দিন। কিছুক্ষণ শুকোতে দিন। এরপর ধুয়ে ফেলুন। এতে বাড়বে ত্বকের আর্দ্রতা।

তেল হতে পারে আপনার ত্বকের উপযুক্ত ময়েশ্চারাইজার। নারিকেল কিংবা অলিভ অয়েল, যে কোনও তেলই ত্বকে লাগানো যেতে পারে। এতেও বাড়বে ত্বকের আর্দ্রতা।

মধুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। পাশাপাশি রয়েছে ব্যাক্টিরিয়া নাশক ক্ষমতা। ত্বকে ভালভাবে মধু লাগালে তা লোমকূপের ময়লা পরিষ্কার করে দেয়। ত্বকের উপর সরাসরি মধু দেওয়া যেতে পারে। তা ছাড়া দুধের সঙ্গে লেবু-মধূ মিশিয়েও দেয়া যেতে পারে।

এই বিষয়গুলোর যে কোনও একটি  সঠিকভাবে নিয়মিত করলে প্রাকৃতিক ভাবেই আপনার ত্বক মোলায়েম থাকবে। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/এসবি