ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫,   মাঘ ৯ ১৪৩১

সাহিত্যে নোবেল পেলেন আবদুল রাজাক গুরনাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫৯ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ

ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ। প্যারাডাইস নামে তার চতুর্থ উপন্যাসের জন্য তিনি এ সম্মাননা পেলেন। তার লেখায় ফুটে উঠে ঔপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের কষ্টের গল্প। 

বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক হিসেবে আবদুল রাজাক গুরনাহর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

গত বছর সাহিত্যের নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের কবি লুইস গ্লিক। সাহিত্যে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ১১৮ জন; তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৬। নোবেল কমিটির সদস্যদের যৌন কেলেঙ্কারির ঘটনার জেরে ২০১৮ সালে সাহিত্যের পুরস্কার স্থগিত করেছিল সুইডিশ একাডেমি।

পরে ২০১৯ সালে দুই বারের নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। ২০১৮ সালের জন্য পোলিশ লেখক ওলগা টোকারচুক এবং পরের বছরের জন্য অস্ট্রিয়ার পেটার হান্টকরকে সাহিত্যের নোবেল দেওয়া হয়।

এসি