ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

তাইওয়ানের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২২ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার | আপডেট: ০৩:৩৭ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার

এক বছরের বেশি সময় ধরে তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। 

এই প্রতিবেদনে বলা হয়েছে প্রশিক্ষণের এই কাজে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী ও মেরিন সেনারা জড়িত।

নাম প্রকাশ না করা একাধিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাইওয়ানের সেনাদের গোপনে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ দেওয়ার খবরটি প্রকাশ করেছে পত্রিকাটি। 

গত নভেম্বরে তাইওয়ানের গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল, তাইওয়ানের মেরিন ও বিশেষ বাহিনীর সেনাদের প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্রের সেনারা সেখানে পৌঁছেছেন। 

তবে সে সময় তা নাকচ করেছিল দুই দেশই। তাদের দাবি ছিল, কোনও প্রশিক্ষণ নয়, তারা দ্বিপক্ষীয় সামরিক বিনিময় ও সহযোগিতায় যুক্ত।

যদিও এবারে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত বা নাকচ করেনি যুক্তরাষ্ট্রও।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। তাই জোরপূর্বক তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে চায় তারা। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবেই দাবি করে।

সাম্প্রতিক এই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে চীন।

চীনের এই হুমকির প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে থাকতে চায় বলে এরআগে জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র। 

এসব কারণেই সম্প্রতি তাইওয়ানের ব্যাপারে আগ্রাসী তৎপরতা জোরদার করেছে চীন। গেল কয়েকদিনে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমানায় প্রায় ১৫০টি যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। 

সূত্র: গার্ডিয়ান

এসবি/