ইরানের টিভি-সিনেমায় আজগুবি আইন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৪ এএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার
নারী-পুরুষের ঘরোয়া পরিবেশের কোন দৃশ্য টিভি বা সিনেমা পর্দায় দেখানো যাবেনা বলে নির্দেশ জারি করেছে ইরান সরকার। কোন প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের বাইরে গেলে তাৎক্ষণিক সেটিকে নিষিদ্ধ করা হবে বলেও জানায় ইরানের তথ্য মন্ত্রনালয়।
শুনতে রসিকতা মনে হলেও এমন সেন্সরশিপই জারি করেছে দেশটি। টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা ও সিনেমা পরিচালকদের সতর্কও করে দেওয়া হয়েছে এ বিষয়ে।
নতুন নির্দেশনায় জানানো হয়েছে, অফিসে কোনও মহিলা চা পরিবেশন করছেন কোনও পুরুষ অথবা মহিলাদের হাতে চামড়ার গ্লাভস, এ সব দৃশ্যও সম্প্রচার করা যাবে না।
এখানেই শেষ নয়, মুসলিম দেশটির তথ্য ও সম্প্রচার দফতরের প্রধান আমির হোসেন শামশাদি আরও জানিয়েছেন, টিভি বা সিনেমার পর্দায় কোনও মহিলাকে লাল রঙের পানীয় পানের দৃশ্যও দেখানো যাবেনা। এমনকি স্যান্ডউইচ খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
কোনও ঘরোয়া দৃশ্যে নারী-পুরুষকে একসঙ্গে দেখানোতেও আপত্তি রয়েছে সরকারের।
সে জন্য প্রতিটি দৃশ্য সম্প্রচারের আগে লাগবে সরকারি ছাড়পত্র। আইনের ঝামেলা থেকে বাঁচতে এরমধ্যেই ইরানের কিছু অনলাইন প্ল্যাটফর্ম নিজেরাই কড়াকড়ি শুরু করেছে তাদের প্রতিষ্ঠানে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমএম/ এসএ/