সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, তিন বাংলাদেশি আহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৫ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। যার মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জিজান শহরের ওই বিমানবন্দরে শুক্রবার মধ্য রাতে দুই দফায় এই হামলা হয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রথম হামলায় তিন বাংলাদেশি আহত হন। তাদের সঙ্গে আহত হন ছয় সৌদি নাগরিক এবং এক সুদানি নাগরিক। হামলায় বিমানবন্দরের সামনের বেশ কিছু কাচ ভেঙে পড়ে।
তবে ইয়ামেনি অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, দ্বিতীয় ড্রোনটি বিস্ফোরণের আগেই তা ভূপাতিত করা হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানানো হয়নি।
দু’দফা ড্রোন হামলার পরও বিমানবন্দরের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ইয়ামেনে ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বে সামরিক অভিযান চলছে। সৌদি বাহিনী দেশটির ক্ষমতাচ্যুত মনসুর হাদিকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে তাদের বিরুদ্ধে লড়ছে হুতি বিদ্রোহীরা, যাদের পেছনে ইরানের সমর্থন রয়েছে।
সৌদি আরবে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হুতিরা ড্রোন হামলা চালিয়ে এলেও সর্বশেষ এই হামলার দায়িত্ব স্বীকার করে দলটির কোনো বার্তা আসেনি।
সূত্র : রয়টার্স
এসএ/