তুরাগে ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৫
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার | আপডেট: ০৫:৩৫ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার
রাজধানীর গাবতলীর তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে এক নারী ও চার শিশু রয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত তিনজন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। চারজন বাচ্চা আর একজন নারী। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। উদ্ধারকাজ চলমান আছে। একইসঙ্গে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
বিকেল পৌনে ৫টার দিকে আরেক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাজধানীর আমিনবাজারে তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযানে বিকেল ৪টার দিকে যোগ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি
এর আগে শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে ট্রলার ডুবির খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
আরকে//
আরকে//