ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দৌলতদিয়ায় নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১১ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রতিদিনই যানজট লেগে আছে। বেশ কিছুদিন ধরে নদীতে পানি হ্রাস পাওয়ায় নাব্য সংকট দেখা দিয়েছে। ফেরি চলাচলৈর চ্যানেলে পলি পরে ভরাট হওয়ার কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে চরমে। এ কারণে যানবাহন পারাপার কমেছে। দৌলতদিয়া প্রান্তের ফেরি ঘাট এলাকার ৩, ৪, ৫, ৬ ও ৭ নং সবগুলো ফেরি ঘাটেই নাব্যতা সংকট রয়েছে। 

এ সংকট কাটাতে ড্রেজিং কার্যক্রম চলমান রেখেছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ। বর্তমানে ৭নং ফেরি ঘাটের সামনে পাটুরিয়া নদীর মাঝের অংশে এ নাব্যতার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। ফেরি চলাচলের ড্রাফট অনুযায়ী পানি সংকট থাকায় ফেরি চলাচল বাঁধা প্রাপ্ত হচ্ছে, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে সঠিকভাবে যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে না।

ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ৩টি ড্রেজার দিয়ে ড্রেজিং করা হচ্ছে। ডুবোচরের কারণে ফেরিগুলো ঘুরে ঘাটে ভিড়তে সময় লাগছে প্রায় দ্বিগুণ। এতে কমে গেছে ফেরি পাড়ের ট্রিপ সংখ্যা। এ কারণে মহাসড়কে যানবাহনের যানজট তৈরি হচ্ছে। আজ ৫নং ফেরিঘাট এলাকা থেকে থেকে ক্যানেল ঘাট ছাড়িয়ে মহাসড়কে প্রায় কয়েক কিলোমিটার এলাকায় ৪ শতাধিক ও পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহি বাস যানজটে আটকে আছে।

বিআইডব্লিউটিসি বলছে, বেশ কিছুদিন ধরে নদীতে পানি কমে যাওয়ায় নাব্য সংকট রয়েছে ।একারনে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ফেরি চলাচলের চ্যানেলে ড্রেজিং চলমান রয়েছে। ফেরি ঘাটের সামনে ও নদীর মাঝ অংশে নাব্যতা ফেরাতে ৩টি ড্রেজার দিয়ে পলি অপসারনের কাজ চলছে। ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং কার্যক্রম অব্যাহত থাকবে। আজ এ নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে।
কেআই//