জয়পুরহাটে দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৪ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার
জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেছেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহবান জানান তিনি।
জয়পুরহাটে মুজিবশতবর্ষ উপলক্ষে দাবা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ওই দাবা টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে চ্যম্পিয়ন ও রানার্সআপ অর্জনকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন)তরিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, কোষাধ্যক্ষ মাসুদ রেজা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় জয়পুরহাট জেলার মোট ২৪টি টিমের ৯৬ জন খেলোয়াড় অংশ নেয়।
কেআই//