ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ত্রিপুরায় লড়বে তৃণমূল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯ এএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার | আপডেট: ০৮:৩১ এএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার

অভিষেক বন্দোপাধ্যায়

অভিষেক বন্দোপাধ্যায়

ভারতের ত্রিপুরা রাজ্যের আসছে পৌরসভা নির্বাচনে পূর্ণ প্রতিদ্বন্দ্বীতা করবে মমতার দল তৃণমূল কংগ্রেজ। ইতিমধ্যেই এ বিষয়ে 'ত্রিপুরা স্টিয়ারিং' নামে একটি কমিটি গঠন করা হয়েছে। 

দলের পক্ষ থেকে ওই কমিটিকে জানানো হয়েছে, আগামী নভেম্বরে ত্রিপুরা সফরে যাবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ত্রিপুরায় সাংগঠনিক কাজে গতি আনতে বুধবার ১৯ সদস্যের 'স্টিয়ারিং কমিটি' টি গঠন করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা।

এদিকে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের দফতর থেকে ত্রিপুরার নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক।বৈঠকে দলের তিন নেতাকে ত্রিপুরার আট জেলার দায়িত্ব ভাগ করে দিয়েছেন তিনি।

'স্টিয়ারিং কমিটি'র সদস্য আশিষ লাল সিংহকে খোয়াই, ধলাই, উত্তর ত্রিপুরা ও উনকোটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক সুবল ভৌমিককে দেওয়া হয়েছে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলার দায়িত্ব। সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্ব পেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব।

ওই ভার্চুয়াল বৈঠকেই দায়িত্বপ্রাপ্ত তিন নেতাকে ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত জেলাভিত্তিক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন অভিষেক। স্টিয়ারিং কমিটির অন্য সদস্যেরাও তাদের সহায়তা করবেন। কর্মীসভা, মিছিল এবং বাড়ি বাড়ি জনসংযোগ অভিযান হবে এই পর্যায়ে।

করোনা পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরাতেও মেয়াদ শেষ হলেও বেশ কয়েকটি নির্বাচন হয়নি। এসব নির্বাচনের ভোটগ্রহণ চলতি বছরের শেষে হতে পারে বলে মনে করা হচ্ছে। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/