ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ১৬ জন নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের একটি শহরের কাছে একটি এল -৪১০ বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন ১৬ জন। 
রোববার  সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন সাত জন।

টিএএসএস নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটির ধ্বংসস্তূপ থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে । 

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান চলাচলের নিরাপত্তা মান উন্নত হয়েছে । কিন্তু  সুদূরপ্রান্ত অঞ্চলে পুরাতন মডেলের  বিমান হওয়ায় তা কিছুটা ঝুঁকির বা দূর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় ।

এবারের দুর্ঘটনার কবলে পড়া প্লেনটির মডেল ছিল একটি এল-৪১০ ট্রাবুলেন্ট , যা একটি টুইন ইঞ্জিনের স্বল্প পরিসরের পরিবহন বিমান ছিলো ।

গত মাসে রাশিয়ার সুদূর পূর্বে একটি পুরোনো আন্তোনভ অ্যান -২৬ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছিল।
আর  জুলাই মাসে কামচটকাতে একটি দুর্ঘটনায় অ্যান্টনভ অ্যান -২৬ ডাবল ইঞ্জিনের টার্বোপ্রোপে থাকা ২৮ জন সবাই মারা যান । 

সূত্র:- রয়র্টাস

আরএমএ/এসবি