ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আটক ৩ জেলে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৬ এএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ঢাকার দোহারের পদ্মা নদী থেকে ৩ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময়ে বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ করা হয়। 

সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলা কুতুবপুর নৌপুলিশ পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে জব্দকৃত প্রায় ৯০ হাজার মিটার কারেন্ট জাল মৈনটঘাটে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কুতুবপুর নৌপুলিশের ইনচার্জ মোঃ ছামছুল আলমসহ নৌ পুলিশের একটি দল।

এএইচ/