ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু মূল আনুষ্ঠানিকতা

প্রণব চক্রবর্তী

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো মূল আনুষ্ঠানিকতা। সম্প্রীতি আর আত্মিক বন্ধনে উৎসব হবে এমন আশা ভক্তদের। 

দেবী আসবেন। গেল ক’দিন ধরেই তাই শরতের আকাশ ছিল দীপ্তিময় আভায় পরিপূর্ণ। জগজ্জননী দুর্গার আগমনী প্রভায় মেতেছে দেশ, বিমোহিত বিশ্ব।

মনের সব কালিমা ঘুচে বাঙালি মায়ের মতোই পোষাকি দুর্গা হয়ে উঠবে সার্বজনীন-সর্বময়। মন্দিরে মন্দিরে তাই আনন্দ আহ্বানে সাড়া দিচ্ছে ভক্তরাও।

আয়োজকরা জানান, সরকারি বিধি মেনে আমরা পূজা আর্চনা করছি। আমাদের পূজার আয়োজন প্রায়ই শেষ। আমরা সাড়ম্বরভাবে আর পূজা করতে পারছিনা। আমরা মায়ের পূজাগুলো অনাড়ম্বরভাবেই করছি। 

মহাষষ্ঠী বরণে আলোর ঘনঘটায় প্রতিটি মন্দির। এই আনন্দের বিচ্চুরণ ছড়িয়ে যাবে জগতের সর্বত্র, মন থেকে মননে।

ভিডিও-

এএইচ/