ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা, প্রাণে বাঁচল সন্তান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১০ এএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার

গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে অজ্ঞাত এক নারী। দুই বছর বয়সী শিশুটিকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির হাত ও মাথা থেঁতলে গেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীপুর পৌরসভা কাটাপুল এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের নিচে শিশু মেয়েকে নিয়ে ঝাঁপ দেয় ওই নারী। এতে ঘটনাস্থলেই মা মারা যায়। 

তবে আহত অবস্থায় শিশু মেয়েটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। ওই নারীর পরিচয় জানা যায়নি।

উদ্ধারকৃত আহত শিশু সন্তানটি

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ/