জুনে উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্র ‘এসএস পাওয়ার ওয়ান’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার
দ্রুত এগিয়ে চলছে ‘এসএস পাওয়ার ওয়ান’ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। আগামী এপ্রিলেই প্রকল্পটি শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর জুনে উৎপাদন শুরুর প্রত্যাশা তাদের। চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ।
বঙ্গোপসাগরের তীরবর্তি বাঁশখালীতে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার ওয়ান লিমিটেড। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ও চীনা প্রতিষ্ঠান সেপকো-থ্রি যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। তবে এর সিংহভাগ মালিকানা এস আলম গ্রুপের।
এসএস পাওয়ার ওয়ানের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. ফয়জুর রহমান বলেন, প্রকল্পটিতে কোন কাজ যখন শুরু হয় তখন তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। এখানে শ্রমিকদের জীবনকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখা হয়।
এরই মধ্যে ৮০ শতাংশ যন্ত্রাপাতি চলে এসেছে প্রকল্প এলাকায়। চীন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র থেকে আনা হচ্ছে যন্ত্রপাতি। আগামী এপ্রিলের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করে জুনে উৎপাদনে যাওয়ার আশা করছেন প্রকৌশলীরা।
সহকারি মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, কোভিডকালীন সময়ের মধ্যেও আমাদের প্রকল্পের চালু রেখেছি এবং আশা করছি, জুনের ৩০ তারিখের মধ্যে বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে দিতে পারবো।
বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট। প্রতিটির উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। প্রথম ইউনিটে ৭৮ এবং দ্বিতীয় ইউনিটে ৬৫ শতাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হয়েছে।
এদিকে, উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের জন্য বাঁশখালী থেকে চট্টগ্রামের মদুনাঘাট পর্যন্ত সঞ্চালন লাইনের ১৯৮টি টাওয়ার বসানো হয়েছে।
প্রকৌশলী মো. ফয়জুর রহমান বলেন, মদুনাঘাট সাব-স্টেশনে যে গ্রিড আছে সেই গ্রিডে আমাদের ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালিত হবে।
আমদানি-নির্ভর কয়লায় চলবে ‘এসএস পাওয়ার ওয়ান’ বিদ্যুৎ কেন্দ্র। তাই কয়লা খালাসের জন্য সাগরতীরে নির্মাণ করা হচ্ছে একটি বড় জেটি।
ভিডিও-
এএইচ/