ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বরগুনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস এবং সিপিপি’র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বরগুনায় আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় বাঁশবুনিয়া স্কুল মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। 

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, সিপিপি সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ, ইউপি চেয়ারম্যান আলো আকন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির এবং সিপিপি ৯নং ইউনিট টিম লিডার জয়দেব রায়।

মাঠ মহড়ায় সিপিপি, যুব রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন। 
মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করা হয়।

দিবসটি জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পালিত হয়।

এএইচ/