ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৭ ১৪৩১

একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৬ এএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড়ের নতুন বাজার এলাকায় স্বামী, স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মুদি দোকানদার মোস্তফা সওদাগর (৭০), তার স্ত্রী জেসমিন আক্তার (৫৫) ও ছেলে আহমেদ হোসেন (২৫)কে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পরিবারের বড় ছেলে ও তার স্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মৃতদেহ জোরারগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, নতুন বাজার এলাকায় মোস্তাফা সওদাগরের বাড়িতে গতকাল ভোররাতে স্ত্রী, সন্তানসহ মোস্তাফা সওদাগরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছে। তবে ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পরিবারের বড় ছেলে ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ওসি।

মোস্তাফার ছোট ছেলে আলতাফ হোসেন জানান, তিনি রাতে কর্মস্থলে ছিলেন। প্রতিবেশী এক নারী ফোন করে তাদের ঘরে ডাকাত ডুকেছে, তার বড় ভাই চিৎকার করছে বলে জানান। বাড়িতে এসে বাবা-মা ও মেজ ভাইয়ের লাশ দেখতে পান তিনি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) এএসপি মো. লাবীব আব্দুল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থল থেকে মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ উদ্ধার করা হয়। তাদের গলায় দাগ ও শরীরে কোপানোর চিহ্ন রয়েছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে জানান তিনি।

এদিকে ওসি মামুন আরও জানান, একই বসতঘরে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন। দুর্বৃত্তরা মোস্তাফা, তার স্ত্রী ও মেজ ছেলেকে হত্যা করলেও বড়ছেলে ও তার স্ত্রী অক্ষত আছেন। বিষয়টি রহস্যজনক। ঘটনা তদন্ত করে প্রকৃত তথ্য বের করা হবে বলে জানান ওসি।

এএইচ/