মনমোহন সিংয়ের সুস্থতা কামনায় মোদীর টুইট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সুস্থতা কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাশাপাশি তাকে দেখতে এইমস হাসপাতালে গেলেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ‘মনসুখ মণ্ডবীয়া’ও।
মোদী তার টুইটে লিখেছেন, ‘‘আমি মনমোহনজির সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করি।’’
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবীয়া এইমসে যান মনমোহনের স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ে খবর নিতে। পরে জানা যায়, চিকিৎসক নীতীশ নায়েকের নেতৃত্বাধীন হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল মনমোহনের দেখাশোনা করছেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মনমোহনের চিকিৎসকদের কথা হয়েছে বলেও জানা যায়।
জ্বর এবং কিছু শারীরিক দুর্বলতা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি করানো হয় মনমোহনকে। অবশ্য বৃহস্পতিবার সকালে আশার কথা শুনিয়ে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তার শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তিনি এখন স্থিতিশীল আছেন।
৮৯ বছরের কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য মনমোহন কিছু দিন আগেও করোনা আক্রান্ত হয়ে এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমএম/ এসএ/