সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত বেড়ে ৯
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২২ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নয়জন সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন সিরিয়ার নাগরিক। বাকি পাঁচজনের সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে।
এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সামরিক বাহিনীর সূত্র দিয়ে জানায়, স্থানীয় সময় বুধবার রাতে পালমিরা শহরের কাছে এই হামলায় এক সেনা নিহত ও তিনজন আহত হন।
পালমিরার একটি যোগাযোগ টাওয়ার এবং আশেপাশের কয়েকটি অবস্থান লক্ষ্য করে মূলত হামলাটি চালানো হয়েছে।
গত সপ্তাহেও একই বিমানঘাঁটিতে ইসরায়েলের এক ক্ষেপণাস্ত্র হামলায় ইরানপন্থী দুই বিদেশি যোদ্ধা নিহত হন।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
ইসরাইলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার মতে, ইরান মধ্যপ্রাচ্যে নাশকতা এবং সন্ত্রাসের প্রচার চালিয়ে যাচ্ছে। তাই ইসরায়েল সিরিয়ায় ইরানের কোনো ঘাঁটি হতে দেবে না।
এই মনোভাব থেকেই মূলত সিরিয়ার সরকারি সেনা ও সরকার সমর্থক ইরানি ও লেবাননি যোদ্ধাদের লক্ষ্য হামলা গুলো চালানো হচ্ছে।
যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এসব হামলার কথা স্বীকার করেনা ইসরায়েল।
সূত্র: রয়টার্স, এএফপি
এসবি/