ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

এবারের বিশ্বকাপ কে জিতবে, জানালেন ব্রেট লি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের একটি দৃশ্য

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের একটি দৃশ্য

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিড স্টার ব্রেট লি। তার মতে, এবারের অস্ট্রেলিয়া দলটি দেশের ইতিহাসে অন্যতম সেরা। তাদের বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে। পাশাপাশি ভারত ও ইংল্যান্ডও বিশ্বকাপ জিততে পারে বলেও অভিমত লির।

ব্রেট লি তাঁর দলের দারুণ সম্ভাবনা দেখলেও সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের মেলে ধরতে পারেনি টিম অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কাছে সর্বশেষ দুই সিরিজেই হেরেছে অজিরা। দু’টি পাঁচ ম্যাচের সিরিজেই ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয় অস্ট্রেলিয়া। এছাড়াও চলতি বছরে নিউজিল্যান্ডের কাছেও পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে ফিঞ্চরা।

সাম্প্রতিক পারফরমেন্স খারাপ হলেও, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভালো করবে বলে মনে করেন লি। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি সম্ভবত অস্ট্রেলিয়ার সেরা স্কোয়াডগুলোর মধ্যে একটি।’

দলের সেরা তারকাদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে অংশ নিয়েছিলো অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে অজিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, জশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শের উপস্থিতি বিশ্বকাপে ভালো করতে সহায়তা করবে বলে মনে করেন লি।

সাবেক এই স্পিড স্টার বলেন, ‘দলের সেরা তারকারা থাকলে এমনিতেই দৃশ্যপট পাল্টে যায়। বিশ্বকাপে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে অজিরা। তাই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার দারুণ সুযোগ আছে।’

যদিও ভক্তদের মতে, বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ড ফেভারিট। তবে লি চান, তার দেশ অস্ট্রেলিয়াই শিরোপা জয় করুক। তিনি বলেন, ‘ভারত অবশ্যই সেরা ক্রিকেটটাই খেলবে এবং তারা বিশ্বকাপ জিততে পারে। আমি একজন দেশপ্রেমিক, তাই আমি চাই অস্ট্রেলিয়া জিতুক এবং আমি মনে করি, তারা জিততে পারে। কিন্তু ভারত অবশ্যই ফাইনালে উঠবে। সেই সঙ্গে আমি মনে করি অস্ট্রেলিয়ারও সেরা সুযোগ আছে।’

লি আরও বলেন, ‘অভিজ্ঞতার কারণে ইংল্যান্ড দল বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আমার কাছে ভারত বেশি ফেভারিট।’

প্রসঙ্গত, ওয়ানডে ফরম্যাটে পাঁচবার জিতলেও টি-টোয়েন্টিতে এখনো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ২০১০ সালে ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে রানার্স-আপ হয় অজিরা।

এনএস//