পালিত হচ্ছে ‘বিশ্ব ছাত্র দিবস’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার
‘মানুষ, গ্রহ, সমৃদ্ধি এবং শান্তির জন্য শেখা’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পালিত হচ্ছে ‘বিশ্ব ছাত্র দিবস’। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এপিজে আবদুল কালামকে শ্রদ্ধা জানাতে তার জন্মদিনে দিবসটি পালন করা হয়।
ছাত্রদের প্রতি তার ভালবাসাকে সম্মান জানাতে ২০১০ সাল থেকে জাতিসংঘ এপিজে আবদুল কালামের জন্মদিনকে বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালন করে থাকে।
এপিজে আবদুল কালামের জন্ম ভারতের তামিলনাড়ুর রামেশ্বরে ১৯৩১ সালের ১৫ অক্টোবর। তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ ছাড়াও ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মবিভূষণ’ খেতাবে ভূষিত।
তিনি ২০০২ সালে বিজেপি সরকারের আমলে ভারতের একাদশতম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
প্রয়াত এ রাষ্ট্রপতি শিক্ষাজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। সবসময় সহজ সরল জীবন-যাপনে তিনি ছিলেন অভ্যস্ত।
তিনি ২০১৫ সালের ২৭ জুলাই মারা যান।
এসএ/