টিকাগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে যেতে পারবে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার | আপডেট: ০৯:৪৮ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার
কোভিড-১৯ এর সম্পূর্ণ টিকা গ্রহণকারী বিদেশী ভ্রমণকারীদেরকে স্থল ও আকাশ পথে ৮ নভেম্বর থেকে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে পর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটি।
শুক্রবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র
হোয়াাইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ এক টুইটার বার্তায় জানান, "জনস্বাস্থের স্বার্থে এই নীতি কঠোর ও সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালিত হয়েছে।"
হোয়াইট হাউজের এ মুখপাত্র জানিয়েছেন, ‘ভ্রমণের ৭২ ঘণ্টা আগে যাদের করোনার নেগেটিভ ফলাফল থাকবে তারাই প্রবেশ করতে পারবেন’। কোভিড সনদ থাকাও বাধ্যতামূলক করেছে বাইডেন প্রশাসন।
গত মাসে গৃহীত নতুন নীতিমালার আওতায় টিকা প্রাপ্ত ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য এখনও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।- বাসস
এসি