বিশ্বকাপে নতুন রেকর্ডের হাতছানি সাকিবের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৬ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার | আপডেট: ১০:১৭ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে না পারলেও অলরাউন্ডিং পারফরম্যান্সে বিশ্বকাপকে নিজের করে নিয়েছিলেন সাকিব আল হাসান। আসন্ন টি-২০ বিশ্বকাপ আবারো নতুন রেকর্ডের হাতছানি দিচ্ছে সাকিবকে। আর মাত্র ১০ উইকেট পেলেই টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন তিনি।
সাকিব আর ১০ উইকেট পেলেই টপকে যাবেন শহীদ আফ্রিদি, ল্যাসিথ মালিঙ্গা, সাঈদ আজমল, অজন্থা মেন্ডিস, উমর গুল, ডেল স্টেইনকে। শুধু বিশ্বকাপই নয়, টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কার মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারির হাতছানিও দিচ্ছে বাংলাদেশের এই টাইগারকে।
তিন ম্যাচে মাত্র ২ উইকেট পেলেই তিনি পেছনে ফেলবেন মালিঙ্গাকে। কিছুদিন আগে ক্রিকেটকে বিদায় জানান লঙ্কান এই কিংবদন্তির পেসার। ফলে টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি হতে আর মাত্র ২ উইকেট লাগবে সাকিবের। ৮৪ ম্যাচে মালিঙ্গার উইকেট ১০৭ আর সাকিবের উইকেট ৮৮ ম্যাচে ১০৬টি।
রেকর্ডগুলোর মালিক হতে ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম পর্বেই বাজিমাত করতে হবে বাঁহাতি এই স্পিনারকে। ১৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে স্কটল্যান্ড। এরপর ১৯ ও ২১ তারিখ স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি থাকবে বাংলাদেশের প্রতিপক্ষ।
সাকিব বর্তমানে আইপিএল খেলতে দুবাইয়ে আছেন। ফাইনাল খেলেই ওমানে দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
২০০৭ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা ৬টি টি-২০ বিশ্বকাপে খেলেছেন সাকিব। ২৫ ম্যাচে তার রান ৫৬৭। সর্বোচ্চ ৮৪ এবং হাফসেঞ্চুরি তিনটি। তবে উইকেট সংখ্যা ৩০টি। ওভার প্রতি রান দিয়েছেন ৬.৬৪। প্রতিটি উইকেট নিতে রান দিয়েছেন ১৭.৬।
এদিকে এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৩৮ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে সবার ওপরে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। তারপরই মালিঙ্গার উইকেট ৩১ ম্যাচে ৩৮, পাকিস্তানের সাঈদ আজমল ২৩ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন, চারে থাকা শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিস ২১ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন, পাকিস্তানের উমর গুল ২৪ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে ছয়ে এবং সাতে থাকা দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের উইকেট ২৩ ম্যাচে ৩০টি।
এই রেকর্ড বইয়ে নাম লেখাতে সাকিবকে ২০১৯ সালের বিশ্বকাপর মতোই ছন্দোময় ক্রিকেট খেলতে হবে। তাহলেই তার পাশাপাশি বাংলাদেশ লাভবান হবে।
এমএম/ এসএ/