দেবীর গায়ে ১৬ কেজি ওজনের সোনার শাড়ি!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার
দেখতে দেখতে শেষ হল পূজার দিনগুলো। আর দশমীতে বাড়িও চলে গেলেন উমা। এই বিদায়কালে মাকে অবিশ্বাস্যভাবে অমূল্য বসনে সাজিয়েছে ভারতের পুণের মহালক্ষ্মী নামের একটি মন্দির। এক-দুই নয়, একেবারে ১৬ কেজি ওজনের শাড়ি পড়িয়েছে মাকে!
এই মন্দিরে গত ১০ বছর ধরেই বিজয়াতে ১৬ কেজির সোনার শাড়ি ওঠে দেবীর গায়ে। যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাই এবারও দশমীতে সংবাদের শিরোনাম মন্দিরটি।
মন্দিরের একজন সেবায়েত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ২০১১ সালে এক ভক্ত দক্ষিণ ভারতের এক স্বর্ণকারের কাছ থেকে শাড়িটি তৈরি করিয়েছিলেন। যিনি মায়ের কাছে শাড়িটি দান করেন। তারপর থেকেই দশমীতে দুষ্টের দমন মুহূর্তে এই শাড়িতে সেজে ওঠেন দেবী।
চলমান করোনাভাইরাস পরিস্থিতি উপেক্ষা করেই ‘সোনার মহালক্ষ্মী’ দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। যদিও মায়ের বসন বদলের সময় এবার কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা রাখে মন্দির কর্তৃপক্ষ।
এর আগেও কলকাতার বারোয়ারি পূজায় একটি সোনার গহনার দুর্গা নজর কেড়েছিলো সকলের।
সূত্র : সংবাদ প্রতিদিন
এমএম/ এসএ/