ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

বেগমগঞ্জে মন্দিরের পুকুর থেকে লাশ উদ্ধার, নিষেধাজ্ঞা ভেঙে মিছিল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার | আপডেট: ০৩:৪৫ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার

হিন্দু মন্দিরে হামলায় প্রাণহানির একদিন পর নোয়াখালীর বেগমগঞ্জে ইসকন মন্দিরের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  

শনিবার ভোরে সুবল চন্দ্র সাহা (২০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করেন মন্দিরের লোকজন।

পরে লাশ নিয়ে ১৪৪ ধারা ভেঙে মিছিল করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এর আগে শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকশ মানুষ চৌমুহনী বাজারের কলেজ রোড ও ব্যাংক রোডের বিজয়া সার্বজনীন, ইসকন মন্দির, খোত বাড়ি মন্দির, লোকনাথ মন্দির, দশভূজা মন্দিরসহ কয়েকটি মন্দিরে দফায় দফায় হামলা চালায়।

সে সময় যতন সাহা (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। এছাড়া বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার ও কয়েকজন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

হামলাকারীরা মন্দিরগুলোতে ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও দোকান-পাটেও ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে টিয়ারসেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ।

এমন অবস্থায় শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। 

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

তিনি হিন্দু নেতাদের সঙ্গে কথা বলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এএইচ/এএইচএস