ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার | আপডেট: ১০:৩৬ এএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার

মরুর বুকে আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে রোববার থেকে। ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে ৪টায় শুরু হবে ওমান ও পাপুয়া নিউ গিনির ম্যাচ। একই মাঠে রাত আটটায় মাঠে নামবে বাংলাদেশ-স্কটল্যান্ড। 

পাঁচ বছর পর শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের যে তথ্যগুলো ক্রিকেটপ্রেমিদের জানা দরকার তা হল:  

* ২০১৬ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রোববার। ২০১৬ সালের আয়োজক ছিল ভারত, এবারের আয়োজকও ভারত। 

* টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৮ সালে হবার কথা ছিলো। কিন্তু ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য আসরটি বাতিল করা হয়। এরপর ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হবার কথা থাকলেও করোনার স্থগিত হয়ে যায়। 

* ২০২১ সালের আসরটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে এই দুই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ভারতের তত্ত্বাবধানেই হবে সবকিছু।

* বিশ্বকাপের পর্দা উঠছে আজ ১৭ অক্টোবর। ফাইনাল হবে ১৪ নভেম্বর। 

* ১৬টি দল বিশ্বকাপে অংশ নিচ্ছে। তবে মূল পর্বে অংশ নিবে ১২টি। বাছাই পর্ব থেকে বাদ যাবে ৪টি দল।

* চারটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হবে। 

* বৃষ্টি বাধায় কিংবা অন্যান্য কারণে খেলা শুরু হতে দেরি হলে, ন্যূনতম ওভারের সংখ্যাও বাড়ানো হবে। এতদিন পাঁচ ওভার খেলা হলেই ফল আসতো দুর্গত ম্যাচের। এই নিয়মই বজায় থাকবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও। 

* সেমিফাইনাল ও ফাইনালে বদলে যাবে এই নিয়ম। অন্তত ১০ ওভার খেলা না হলে পরিত্যক্ত ঘোষণা করা হবে গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি।

* টুর্নামেন্টে প্রতিটি জয়ে মিলবে ২ পয়েন্ট। টাই হলে পাওয়া যাবে ১ পয়েন্ট। কোনো ফল বের না হলে এবং ম্যাচ পরিত্যক্ত হলে কোনো পয়েন্ট পাওয়া যাবে না। 

* সমান পয়েন্ট নিয়ে যদি দুই দল গ্রুপ পর্বের খেলা শেষ করে তখন প্রথমে বিবেচনায় আসবে- নম্বর অব উইন, নেট রান রেট, হেড টু হেড ফলাফল, অরজিনাল প্রথম রাউন্ড/সুপার ১২ সিডেংস।

* প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস ব্যবহার করা হচ্ছে। প্রত্যেক দল দুটি করে রিভিউ পাবে। 

* ম্যাচ টাই হলে সুপার ওভারের খেলা হবে। সুপার ওভারেও খেলা টাই হলে লাগাতার ম্যাচ খেলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কোনো দল জিতবে। সুপার ওভারে আবহওয়া ও অন্য কোনো প্রতিকূল পরিস্থিতিতে ম্যাচ না হলে টাই বিবেচনা করা হবে। 

* সেমিফাইনালে এমন কিছু হয় তাহলে সুপার টুয়েলভে যেদল পয়েন্ট তালিকার শীর্ষে ছিল তারা ফাইনাল খেলবে। যদি ফাইনালে এমন কিছু হয় তাহলে যুগ্মভাবে দুই দলকে বিজয়ী ঘোষণা করা হবে। 

* কোনো রিজার্ভ ডে নেই। আম্পায়াররা ম্যাচ চালানোর সর্বাত্মক চেষ্টা করবেন। ৫ ওভার হলেও ম্যাচ খেলার চেষ্টা চালাতে হবে।  

* বিশ্বকাপে যারা ঘরে তুলবে তারা ১.৬ মিলিয়ন ডলার পুরস্কার পাবে। রানার্সআপ পাবে ৮ লাখ ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দল পাবে ৪ লাখ ডলার করে। 

* দর্শকরা মাঠে ঢুকে খেলা দেখতে পারবেন। ধারণ ক্ষমতার ৭০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।

এএইচ/