ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সোনার নৌকা দিয়ে নবনির্বচিত চেয়ারম্যানকে সংবর্ধনা  

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার

বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লাকে সোনার নৌকা ও সোনার চেইন দিয়ে গণসংবর্ধণা দেয়া হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়নের পশ্চিম সরালিয়া ওয়ার্ডবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা। 

ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নূরুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, নবনির্বাচিত ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মোল্লা, জাহানারা আক্তার খুকি। 

সরকারী বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করায় ইউনিয়নবাসীর সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আধুনিক ডিজিটাল বাংলার সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে একটি নৃত্যানুষ্ঠানে দর্শকদের মধ্যে দু’দফা সংঘর্ষ হয়। এতে হোগলপাতি গ্রামের মিরাজসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছে। ভাংচুর করা হয় বেশ কিছু চেয়ার।

এএইচ/