পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের নির্দেশনা হিলিতে কার্যকর
হিলি প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার | আপডেট: ০৪:০৭ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার
দেশে হঠাৎ করেই পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন অবস্থায় বাজার স্থিতিশীল ও দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা রোববার থেকেই কার্যকর হয়েছে হিলি শুল্ক স্টেশনে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে ১৫ অক্টোবর পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ শুল্কহার প্রত্যাহার করে নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন শুল্কহার আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রঙ্গাপণে জানানো হয়।
এদিকে, টানা ৬দিন পূজার বন্ধ শেষে আজে রোববার থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নতন শুল্কহারের প্রঙ্গাপন ইতোমধ্যেই এসে পৌঁছেছে। এখন থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যে শুল্ক ছিল সেটি আর ব্যবসায়ীদের দিতে হবেনা। তবে, যে ৫ ভাগ (আরডি) রেগুলেটরি ডিউটি ছিল সেটি এখনও বিদ্যমান রয়েছে বলে জানান তিনি।
এএইচ/