ঘোড় দৌড়বিদকে বিয়ে করলেন বিল গেটসের মেয়ে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার | আপডেট: ০৫:১৪ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার
দীর্ঘদিনের বন্ধু মিশরের পেশাদার ঘোড় দৌড়বিদ নায়েল নাসেরকে জীবনসঙ্গী করলেন বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের মেয়ে জেনিফার গেটস।
স্থানীয় সময় শনিবার জেনিফারের ঘোড়ার খামারে ছিলো তাদের বিয়ের আয়োজন।
২০১৮ সালে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পর বাবা-মার কাছ থেকে ১২৪ একরের খামারটি উপহার পান বিল গেটস কন্যা।
একদিন আগেই সেখানে হাজির হন বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস। দীর্ঘদিন আলাদা থাকা এই দম্পতিকে আবারও একসাথে দেখা গেলো কনার বিয়ের অনুষ্ঠানে।
রাজকীয় এ আয়োজনে আমন্ত্রণ পান বিশ্বের নামী-দামী অনেক ব্যক্তিত্ব। জেনিফার ও নাসেরের পরিচয় স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
বিয়ের প্রাক্কালে মা মেলিন্ডা গেটসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি বিলাসবহুল হোটেলে পৌঁছান জেনিফার। ২৫ বছর বয়সি জেনিফারের পরনে সাদা লেসের গাউন ও হাতে ম্যানিং ব্যাগ বহন করতে দেখা গেছে। তার সঙ্গে মা মেলিন্ডা গেটসও ছিলেন।
নায়েলও একই দিন ওই হোটেলে পৌঁছান। এ সময় নায়েলের পরনে ছিল জিন্স আর স্নিকার। নিজের এসইউভিতে চড়েই ৩০ বছর বয়সি নায়েল ওই হোটেলে পৌঁছান।
এএইচ/