ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

মন্দিরে হামলা: নোয়াখালীতে ১৮ মামলায় আসামি ৫ হাজার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার

নোয়াখালীতে হিন্দুদের মন্দির, পূজামণ্ডপ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ১৮টি মামলা হয়েছে। এসব মামলার এজাহারে ২৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ হাজার লোককে আসামি করা হয়েছে। 

এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৯০ জনকে।

এরমধ্যে ১০টি মামলার বাদী হয়েছে পুলিশ, ৬টির বাদী ক্ষতিগ্রস্ত মণ্ডপ-পূজা কমিটি, একটির বাদী পূজা ঘরের মালিক এবং অন্য আরেকটির বাদী বেগমগঞ্জের ইস্কন মন্দিরের অধ্যক্ষ।

জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম জানান, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার জেলার বিভিন্ন থানা এলাকায় হিন্দুদের মন্দির, পূজামণ্ডপ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বেগমগঞ্জ থানায় ৬টি, হাতিয়া থানায় ৮টি, সোনাইমুড়ি, কবিরহাট, চাটখিল ও সেনবাগে একটি করে মামলা হয়েছে।

এএইচ/