ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে স্কটল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৪:২৩ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

টসের মুহূর্ত

টসের মুহূর্ত

নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারানো স্কটল্যান্ডের সামনে এখন দারুণ সুযোগ। পুরো দুই পয়েন্ট অর্জন করে এগিয়ে থাকা দলটি আজ (মঙ্গলবার) পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতলেই সুপার টুয়েলভে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

এমন সমীকরণ সামনে রেখে এদিন টসভাগ্যও সহায় হয়েছে স্কটিশদের। আল আমেরাতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েৎজার। 

তবে পাপুয়া নিউগিনির বোলার কাবুয়া মোরেয়া ও চাঁদ সোপারের বোলিং তোপে মাত্র ২৬ রানেই দুই উইকেট হারিয়ে অনেকটাই চাপে পড়েছে বাংলাদেশকে হারিয়ে উড়তে থাকা দলটি। চার ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। অধিনায়ক কাইল কোয়েৎজার ৬ রানে এবং জর্জ মুনসে ১৫ রানে সাজঘরে ফিরেছেন।

এর আগে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাপুয়া নিউগিনিকে মোকাবেলা করতে নামার আগে দলটির অধিনায়ক কাইল কোয়েৎজার বলেন, "সব কিছু অর্জন এবং কিছু স্মৃতি তৈরি করার জন্য এটাই যথেষ্ট সময়। আমরা জাতি হিসেবে মহান কিছু অর্জন করতে সক্ষম।"

অন্যদিকে, ওমানের সঙ্গে হতাশাজনক পারফর্ম করা নিয়ে পিএনজির অধিনায়ক আসাদ ভালা বলেন, "দুই উইকেট হারানোর পর আমরা যেভাবে লড়াই করেছি তা ইতিবাচক। আমরা আমাদের বিপর্জয়ে হতাশ হয়েছি, আমরা আমাদের ওভারগুলো ভালভাবে শেষ করতে পারিনি।"

স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েতজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, ম্যাথিউ লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জসুয়া ড্যাভে, অ্যালিসডায়ের ইভানস, ব্র্যাড হোয়েল।

পাপুয়া নিউগিনি একাদশ
টনি উরা, লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, নরমান ভানুয়া, সিমন আতাইকিপলিন ডর্জিয়া, চাদ সোপের, কাবুয়া মোরেয়া, নোসাইনা পোকানা।

এনএস//