অনলাইনে মোজা অর্ডার দিয়ে পেলেন অন্তর্বাস
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার
পোশাক অর্ডার দিয়ে ছেঁড়া জামা কিংবা দামি ফোনের জায়গায় পাথর পাওয়ার মত প্রতারিত হওয়ার ঘটনা অনলাইনে ভুরিভুরি। এবার এমন একটি ঘটনাই ঘটলো ভারতের জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ‘মিন্ত্রা’য়।
তাদের পেইজে ফুটবলের মোজার জন্য অর্ডার করেন একজন গ্রাহক। কিন্তু তার হাতে মোজার পরিবর্তে এসে পৌঁছায় মহিলাদের অন্তর্বাস।
শুনতে অবাক লাগলেও ভুক্তভোগী সেই গ্রাহক এক টুইট বার্তায় পুরো ব্যাপারটির বর্ণনা করেন।
তিনি লিখেন, “মিন্ত্রা’য় অর্ডার দিয়েছিলাম ফুটবলের মোজা। তার বদলে এল ব্রেসিয়ার। শপিং সংস্থাটিকে জানালে তারা দু:খ প্রকাশ করে। কিন্তু এ জিনিস আর ফেরত নেওয়া হবে না বলেও জানিয়ে দেয় তারা।”
এরপর ঠাট্টা করে তিনি আরো লিখেন, “আমি তাই ঠিক করেছি ফুটবল খেলার সময় এখন থেকে ওই ৩৪ সিসি মাপের ব্রেসিয়ারটিই পরে যাব। ওটিই হবে আমার ‘স্পোর্টস ব্রা’।”
এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার পোস্টটি। নেটিজেনদের অনেকেই এই নিয়ে মজাও করতে থাকেন।
একজন লেখেন, ‘আপনি তো না হয় মহিলাদের অন্তর্বাস পেয়েছেন। কিন্তু এক বার সেই মহিলার কথা ভাবুন যিনি ওই অন্তর্বাসটির অর্ডার দিয়ে ফুটবলের মোজা পেয়েছেন।’
অপর একজন লিখেন, ‘ব্রেসিয়ার যদি ছেলেরা পরে তবে সেটি আর ব্রেসিয়ার থাকবে না। নিঃসন্দেহে নাম বদলে ব্রো-সিয়ার হয়ে যাবে।”
সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম//এসি