ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

‘ভারতকে হারালেই সেমিফাইনাল খেলবে পাকিস্তান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে শনিবার (২৩ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া সুপার টুয়েলভে আগামী রোববার এবারের আসরের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ওই ম্যাচকে ঘিরে উন্মাদনা এখন আকাশ ছোঁয়া। কেউ ভারতকে এগিয়ে রাখছেন, তো কেউ পাকিস্তানকে। 

এদেরই একজন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগের মতে, রোববারের ওই ম্যাচে ভারতকে হারাতে পারলেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে পাকিস্তান। আর যদি ওই ম্যাচে পাকিস্তান ভারতের কাছে হারে, তবে সেমিতেই উঠতে পারবে না বাবর আজমের দল।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১২বারের মোকাবেলায় একটি বারের জন্যও জয়ের মুখ দেখেনি পাকিস্তান। এর মধ্যে সাতবার ওয়ানডেতে, আর পাঁচবার টি-টোয়েন্টিতে। 

তবে, এবার ইতিহাস পাল্টাতে মরিয়া দলটির অধিনায়ক বাবর আজম। ভারতের বিপক্ষে ম্যাচের আগেই বাবর বলেন, এবার ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় সুনিশ্চিত। আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি বলবো আমরাই জিততে যাচ্ছি।’ 

তবে অজি স্পিনার মনে করেন, ভারতের বিপক্ষে ওই ম্যাচের ওপরই পাকিস্তানের সেমিফাইনাল নির্ভর করছে। ব্র্যাড হগ বলেন, ‘পাকিস্তান যদি নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায়, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার আগে খুব বেশি সময় পাবে না তারা। পাকিস্তান পরের রাউন্ডে যেতে পারবে কি-না সেটা এখানেই নির্ধারিত হবে। পাকিস্তান যদি প্রথম ম্যাচেই হেরে যায়, আমার মনে হয় না পরের রাউন্ডে যেতে পারবে। তখন ভারত পরের রাউন্ডে যাবে। কি হয় সেটাই এখন দেখতে হবে।’

একইসঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে কারা- তাও বলে দিয়েছেন হগ। তার মতে, ভারতের কাছে হেরে গেলে পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারবে না। তবে পাকিস্তানের কাছে হারলেও পাকদের নিয়েই সেমিতে খেলবে ভারত।

অজিদের এই সাবেক বাঁহাতি স্পিনার বলেন, ‘গ্রুপ-১ থেকে সেমিফাইনালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। আর পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে গ্রুপ-২ থেকে সেমিতে যাবে ভারত ও পাকিস্তান।’

এনএস//