ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

উইন্ডিজকে উড়িয়ে ইংলিশদের প্রতিশোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার | আপডেট: ১০:৪৪ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার

ক্যারিয়ার সেরা বোলিং করা রশিদকে সতীর্থদের অভিনন্দন

ক্যারিয়ার সেরা বোলিং করা রশিদকে সতীর্থদের অভিনন্দন

২০১৬ সালের সেই ফাইনালের স্মৃতি নিয়েই মাঠে নেমেছিল দুই দল। সেবার হারলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়নদেরকে মাত্র ৫৫ রানেই অলআউট করে দিয়ে ৬ উইকেটের বড় জয়ে মোক্ষম প্রতিশোধই নিল ইংল্যান্ড।

মামুলী ওই লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলিং তোপের মুখে ৪টি উইকেট হারালেও ইনিংসের ৯ম ওভারেই ম্যাচ জিতে নেয় মরগ্যান বাহিনী। 

এর আগে জেসন রয় ১১, জনি বেয়ারস্টো ৯ ও মঈন আলী ৩ ও লিভিংস্টোন ১ রানে আউট হলে ৩৯ রানেই চারটি উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে ক্যারিবীয়রা। তবে দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে এবং অধিনায়ককে সঙ্গে নিয়ে আর কোনও বিপদ হতে দেননি ওপেনার জস বাটলার। তাঁকে সঙ্গ দেয়া অধিনায়ক ইয়ন মরগ্যান অপরাজিত থাকেন ৭ রানে।

তবে তার আগে অবশ্য উইন্ডিজের পক্ষে আকিল হোসেইন ২৪ রানে ২টি এবং রবি রামপল একটি উইকেটে তুলে নিয়ে ইংলিশদের ইনিংসে কাঁপন ধরান। তবে ম্যাচ সেরা হন মাত্র ২ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা আদিল রশিদ।

শনিবার (২৩ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত রাতের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। দলটির ব্যাটাররা সবাই একে একে আসা-যাওয়ার মিছিলে অংশ নেয়ায় নির্ধারিত পুরো ওভার খেলতেও পারেনি উইন্ডিজ। ইংলিশ বোলিং তাণ্ডবে ১৪.২ ওভারেই গুটিয়ে গেছে মাত্র ৫৫ রান তুলতেই।

২৪ রান করে অপরাজিত থাকেন জস বাটলার

একেরপর এক সজেঘরে ফেরেন লেন্ডন সিমন্স, এভিন লুইস, শিমরন হেটমায়ার, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও কায়রন পোলার্ডের মতো বাঘা বাঘা ব্যাটাররা। এদের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে ডাবল ফিগার স্পর্শ করার যোগ্যতা দেখান দ্য ইউনিভার্সাল বস খ্যার ক্রিস গেইল। 

দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান আসে এই ব্যাটিং দানবের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কই স্পর্শ করতে পারেনি আর কেউই। দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান করেন হেটমায়ার। যার ফলে এবারের বিশ্বকাপে লজ্জাজনক ওই স্কোর গড়ে ক্যারিবীয়রা।

উইন্ডিজকে ধসিয়ে দেয়া ইংলিশ বোলারদের মধ্যে ১৪টি বল হাত ঘুরিয়ে মাত্র দুটি রান দিয়ে ৪টি উইকেট নিয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনার আদিল রশিদ। স্পিনে দুর্বল ক্যারিবীয়দের দুটি উইকেট শিকার করেন আরেক স্পিনার মঈন আলী। 

স্পিনারদের এমন সাফল্যের দিনে কম যাননি ইংলিশ পেসাররাও। তিন পেসারের মধ্যে টিমাল মিলস ২টি এবং ক্রিস ওকস ও ক্রিস জর্দান একটি করে উইকেট ভাগাভাগি করেন।

এর আগে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ওয়েষ্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: 
এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, নিকোলাস পুরান (কীপার), শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, রবি রামপল, ওবেড ম্যাককয়।

ইংল্যান্ড একাদশ: 
জেসন রয়, জস বাটলার (কীপার), দাউদ মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টিমাল মিলস।

এনএস//