হাইভোল্টেজ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভারত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০০ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার | আপডেট: ০৮:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যার ফলে দুবাইয়ের এই চরম উত্তজনাপূর্ণ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামছে টিম ইন্ডিয়া।
টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে মোট ৬ বার একে অপরের মুখোমুখি দুই দেশ। আগের ৫ বারই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপেই নয়, বরং ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তান কখনও হারাতে পারেনি ভারতকে।
এবার অবশ্য সেই চিত্রটা বদলে দিতে মরিয়া বাবর আজমরা। অন্যদিকে আধিপত্য কায়েম রাখতে বদ্ধপরিকর কোহলিরা।
এদিন ১৫ জনের স্কোয়াড থেকে ভারত রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখে রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিষাণ, শার্দুল ঠাকুর ও রাহুল চাহারকে।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ট (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের প্রথম একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
এনএস//