ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

‘তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪ এএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-১-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ জয়ের ভালো সুযোগ ছিল টাইগারদের। বাজে ফিল্ডিংয়ের ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। 

বাংলাদেশের এ হারে হতাশ ক্রিকেটপ্রেমিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেই জাতীয় দলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহদের সাহস দিয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাশরাফি একটি স্ট্যাটাস দিয়েছেন। 

ম্যাশ লিখেছেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।’

উল্লেখ্য, বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৭২ রানের টার্গেটে এক সময় সাকিব আল হাসানের জোড়া আঘাতে ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপেই পড়েছিলো শ্রীলংকা। এরপর ম্যাচে টিকে থাকার লড়াইয়ের পথে ক্যাচ দেন চারিথ আসালঙ্কা ও ভানুকা রাজাপাকসে। আসালঙ্কা-রাজাপাকসের দেয়া দুই ক্যাচ ফেলে বাংলাদেশকে হারের মুখে ঠেলে দেন লিটন দাস। 

শেষ পর্যন্ত পঞ্চম উইকেটে আসালঙ্কা ও রাজাপাকসের ৫২ বলে ৮৬ রানের দুর্দান্ত জুটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-১এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। 

এসএ/