ফাঁকা গুলি ছুঁড়ে জয় উদযাপন, গুলিবিদ্ধ ১২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১০ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার | আপডেট: ১১:১১ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার
উপচে পড়া আনন্দ পরিণত হলো শোকে, এবং সেটা নিজেদের দোষে! রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পরাজিত করে পাকিস্তান। এর পরেই জয় উদযাপনের হিড়িক লাগে দেশটির রাস্তায় রাস্তায়। তবে এই উদযাপনই লাগামছাড়া হওয়ায় শেষ পর্যন্ত গুলিবিদ্ধ হলেন ১২ জন।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দেশটির বৃহত্তম শহর করাচিতে বন্দুকের গুলি ছুড়ে বিজয়োৎসব করছিলেন ক্রিকট ভক্তরা। এ সময় অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে বিদ্ধ হন অন্তত ১২ জন পাকিস্তানী। তাদের মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শকও আছেন।
রোববার রাতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ের পর রাস্তায় নেমে আসেন অতি উচ্ছ্বসিত পাকিস্তানি কিকেট ভক্তরা। নেচে-গেয়ে, হৈ চৈ করে বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করেন তারা।
এর মাঝেই ঘটে যায় অনাকাঙ্খিত এই ঘটনা।
সূত্র: এপার ওপার বাংলা
এসবি/