ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪,   আশ্বিন ৩০ ১৪৩১

নাইজেরিয়ায় মসজিদে হামলায় ১৬ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি মসজিদে মঙ্গলবার বন্দুকধারীরা হামলা চালিয়ে ১৬ জন মুসল্লিকে হত্যা করেছে। এক সরকারি কর্মকর্তা বলেন, গোলোযোগপূর্ণ এ অঞ্চলে এটি ছিল সর্বশেষ সহিংসতা। খবর এএফপি’র।

সরকারের সচিব আহমেদ ইব্রাহিম মতনে জানান, একদল বন্দুকধারী সন্ত্রাসী সোমবার মোটরসাইকেলে করে নাইজার রাজ্যের মাশেগু জেলার মাজা-কুকা গ্রামে এসে ফজরের নামাজের সময় গুলি চালায়। 

মাতানে এএফপিকে বলেন, “সন্ত্রাসীরা মসজিদের ভেতরে থাকা প্রার্থনারত ১৬ জনকে গুলি করে হত্যা করে।" 

তিনি আরো বলেন, হামলায় অপর তিন মুসল্লি আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। মাতানে জানান, বন্দুকধারীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় পাশের কাবোজি গ্রামে আরও একজনকে হত্যা করে।”

তিনি বলেন, হামলার উদ্দেশ্য তদন্ত করায় আমরা এলাকায় সামরিক ও পুলিশ সদস্যদের পাঠিয়েছি।”- বাসস

এসি