ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

মিরসরাইয়ে বাইসাইকেল পেল ১৭১ গ্রাম পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল, পোষাক ও জুতা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বরে ১৬টি ইউনিয়নের ১৭১ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল, পেষাক ও জুতা বিতরণ করা হয়।

উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যাদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস এম এন জামিউল হিকমাসহ উপজেলার কর্মকর্তাগণ।

বাইসাইকেল পেয়ে মিরসরাই (সদর) ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ কৃষ্ণ বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।
কেআই//