২ রানে ৩ উইকেট তুলে নিয়ে চমক অব্যাহত নামিবিয়ার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার | আপডেট: ০৮:৩৭ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
প্রথম ওভারেই তিনটি উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়লেন রুবেন ট্রামপেলমান
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে বাংলাদেশকে হারানো স্কটল্যান্ডের মুখোমুখি চমক দেখানো নামিবিয়া। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে নামিয়ে মাত্র ২ রানেই ৩টি উইকেট তুলে নিয়ে সেই চমক অব্যাহত রেখেছে ডেভিড উইসেদের দলটি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ছয় ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে স্কটল্যান্ড। সাবেক প্রোটিয়া অলরাউন্ডার নিজের প্রথম ওভারেই তুলে নিয়েছেন কাইল কোয়েৎজারের বদলে খেলতে নামা ব্যাটার ক্রেইগ ওয়ালেসকে (৪)।
এর আগে ইনিংসের প্রথম ওভারেই মাত্র ২ রান দিয়েই একে একে ৩টি উইকেট তুলে নেন দলটির বাঁহাতি পেসার রুবেন ট্রামপেলমান। যাতে জর্জ মুনসে, কলাম ম্যাকলিওড ও ভারপ্রাপ্ত অধিনায়ক রিচি বেরিংটন ফেরেন খালি হাতেই। মজার ব্যাপার হলো- ওই ওভারে যে দুটি রান ওঠে- তা ওয়াইড থেকেই আসে।
এর আগে বাছাই পর্বে চমক দেখিয়ে এবারের বিশ্বকাপ আসরে সুপার টুয়েলভে ওঠে আফ্রিকার এই দলটি। যে পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে স্কটল্যান্ড। তবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ার সুপার টুয়েলভে এটাই প্রথম ম্যাচ।
আজকের ম্যাচে স্কটল্যান্ড একাদশে নেই দলটির নিয়মিত অধিনায়ক কাইল কোয়েৎজার। আঙ্গুলের ইনজুরির কারণে এই ম্যাচে দলের বাইরে তিনি। যার পরিবর্তে খেলছেন ক্রেইগ ওয়ালেস, আর দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ রিচি বেরিংটন। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে নামিবায়া।
স্কটল্যান্ড একাদশ
জর্জ মুনসে, ক্রেইগ ওয়ালেস, কলাম ম্যাকলিওড, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, মিচেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।
নামিবিয়া একাদশ
ক্রেইগ উইলিয়ামস, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, মাইকেল ফন লিঙ্গেন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, জ্যান নিকোল লফটি-ইটন, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।
এনএস//