ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বুধবার টিকা নিল ৫ লাখ ৩৮ হাজার মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার | আপডেট: ১০:২৯ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

দেশে এখন পর্যন্ত করোনার টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৬ কোটি ২৬ লাখ ১ হাজার ১৫৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ৪৬ লাখ ৭১ হাজার ২৬৭ ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৮১০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ১৩ লাখ ৩২ হাজার ২৮৯ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১৪০ ডোজ টিকা। 

বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এসব করোনার টিকার মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। এছাড়া এখন পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৯৫৮ জন।

আরকে//