ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বিদ্যুৎহীন মানুষ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০২ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় শক্তিশালী এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে বহু গাছ-পালা উপড়ে গেছে এবং ছয় লাখেরও বেশি ঘরবাড়ি বিদ্যুতহীন হয়ে পড়েছে। খবর এএফপি’র।
পাওয়ারাওটেজ ইউএস ওয়েবসাইট জানায়, এ ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে সেখানে প্রায় চার লাখ ৯৫ হাজার ঘরবাড়ি অন্ধকারে নিমজ্জিত হয়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থা এমন ভুতূড়ে পরিস্থিতিকে ভয়ঙ্কর হিসেবে অভিহিত করেছে এবং হারিকেন ধাচের এ ঝড়ের আঘাতে বহু গাছ-পালা উপড়ে গেছে।
বোস্টনের এনডব্লিউএস দপ্তর জানায়, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে লোকজনকে ‘চলাফেরা না করার পরামর্শ দেয়া হয়েছে।’
এ প্রাকৃতিক দুর্যোগে রোড দ্বীপও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানে প্রায় ৯৬ হাজার ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এসএ/