মুদ্রাস্ফীতির রেকর্ড ভাঙলো পাকিস্তান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ইমরান খানের শাসনামলে পাকিস্তানের দুর্দশার কথা এতদিন ধরে বলে এসেছে তার বিরোধীরা। সেটি যে পুরোপুরি ভুল ছিল না তাই বোধয় প্রমাণ করল এবারে মুদ্রাস্ফীতিতে পাকিস্তানের নতুন রেকর্ড।
ইমরানের আমলের এই মুদ্রাস্ফীতি ভেঙ্গে দিয়েছে পাকিস্তানের ৭০ বছরের রেকর্ড। দেশটিতে সম্প্রতি সব ধরণের খাবারের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এর মধ্যে অন্যতম হচ্ছে ঘি, তেল ও ময়দাজাত খাবার।
পাকিস্তানের এক সংবাদ মাধ্যম জানায়, গত ৩ বছরে ইমরান খানের শাসনামলেই এই নতুন নজির হয়েছে।
ফেডেরাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবরে যেখানে পাকিস্তানে ইউনিটপ্রতি বিদ্যুতের মূল্য ছিল ৪.০৬ টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৩৮ টাকায়।
অর্থাৎ গেল তিন বছরে বিদ্যুতের দাম বেড়েছে ৫৭ শতাংশ। আর গ্যাস সিলিন্ডারের দাম ৫১ শতাংশ বেড়েছে। আগে যেটি ছিল ১ হাজার ৫৩৬ টাকা, এখন সেটিই বিক্রি হচ্ছে ২ হাজার ৩২২ টাকায়।
পিছিয়ে নেই জ্বালানী তেল পেট্রলও। লিটার প্রতি ৯৩ টাকা ৮০ পয়সার পেট্রল এখন বিক্রি হচ্ছে ১৩৮ টাকা ৭৩ পয়সায়।
কিন্তু এ সবকিছুকেই ছাপিয়ে গেছে খাদ্যসামগ্রীর দাম।
তিন বছরে ঘিয়ের দাম বেড়েছে ১০৮ শতাংশ এবং চিনির ৮৩ শতাংশ।
এদিকে গরুর মাংসের দাম বেড়েছে ৪৮ শতাংশ।
এর আগে দেশটিকে একটি ডিম ত্রিশ টাকায় বিক্রির খবরও এসেছিল বিভিন্ন গণমাধ্যমে।
বাজারের এমন ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ফেলছে পাকিস্তানের সাধারণ মানুষ।
সূত্র: খালিজ টাইমস
এমএম/এসবি