ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

৩১ অক্টোবর পর্যন্ত চলবে টিসিবি’র পণ্য বিক্রি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। গত ৬ অক্টোবর থেকে চলা দেশব্যাপী পণ্য বিক্রির এ কার্যক্রম  বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শেষ হওয়ার কথা থাকলেও তা চলবে আরও তিন দিন। অর্থাৎ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম  আগামী ৩১ অক্টোবর (রবিবার) পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৮ অক্টেবর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাজারে চাহিদার কথা বিবেচনা করে বিক্রি কার্যক্রম তিন দিন বাড়ানো হয়েছে। এ সময়ে আগের দামেই সকল পণ্য বিক্রি হবে।’

হুমায়ুন কবির বলেন, ‘বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী মাসেও টিসিবির নিত্যপণ্য বিক্রি চালিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখনও এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। নভেম্বরের প্রথম সপ্তাহে আবারও এ কার্যক্রম চালু হতে পারে।’

তিনি জানান, টিসিবির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি কিনতে পারবেন। প্রতিকেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। পেঁয়াজ পাওয়া যাবে ৩০ টাকা দরে, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার নিতে পারবেন।

দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে বলেও জানায় টিসিবি।

আরকে//