সন্ত্রাসীদের হামলায় আহত কলাচাষীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার
বাগেরহাটের মোড়েলগঞ্জে চাঁদার দাবিতে সন্ত্রাসীদের হামলায় আহত জাকির হোসেন হাওলাদার (৬০) নামের এক কলাচাষীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাকির হোসেন হাওলাদার মোরেলগঞ্জ চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেন হাওলাদারের ছেলে।
এর আগে সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলার পর্তাশী বাজারের সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার স্বজনরা প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
নিহতের ছেলে ইমরান হোসেন বলেন, স্থানীয় রাসেল মোল্লা ও সোহেল খানসহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী বাবার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় পর্তাশী বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা বাবাকে এলাপাথারি কোপায়। মৃত ভেবে ফেলে রেখে যায় তারা।
ইমরান আরও বলেন, এক বছর আগেও বাবাকে মারপিট করে ৫০ হাজার টাকা নিয়েছিল সন্ত্রাসীরা। আমি বাবার হত্যার বিচার চাই।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ দেয়া হয়নি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করছে বলে জানান তিনি।
এএইচ/