ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নারীর শরীরে মিলল ২ কেজি গাঁজা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬ পিএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার | আপডেট: ১১:২৭ পিএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার

যশোরের শার্শায় দুই কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মর্জিনা (৫০)।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বাগআঁচড়ার গোগা-সাতমাইল রোড এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত মর্জিনা বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত নুরু ইসলামের স্ত্রী।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ এর নেতৃত্বে পুলিশ সাতমাইল রোড এলাকায় অভিযান চালিয়ে মর্জিনাকে গ্রেপ্তার করে। পরে তার শরীরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 
কেআই//